https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঝিনাইদহের দোকানগুলতে প্রচন্ড ভীড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৮:১৪

শেয়ার করুনঃ
ঝিনাইদহের দোকানগুলতে প্রচন্ড ভীড়

কঠোর লকডাউন ঘোষনায় গ্রাম শহরের মানুষ বিচলিত জীবন ধারণের জন্য। কি ভাবে তারা বাঁচবে এই আশায় যেন দিশেহারা। তাই ঘরে যা কিচু সঞ্চয় আছে তাই নিয়ে কেনাকাটায় ঝাপিয়ে পড়ছে। এতে শহরের প্রায় সব দোকানে উপচে পড়া ভীড়।

বিশেষ করে মহিলা ক্রেতাদের ভীড় সামাল দেওয়া কষ্ট। দেখ মনে হচ্ছে আর কখনো দোকানপাট খুলবে না। পলি বেগম এসেছেন হরিণাকুন্ডুর চাঁদপুর গ্রাম থেকে। কঠোর লকডাউন আর নাও উঠতে পারে এমন শংকা থেকে তিনি বাচ্চাদের জামাকাপড় ও সংসারের যাবতীয় জিনিস কিনতে এসেছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গৃহবধু আফরোজা জানান, পহেলা বৈশাখ ও ঈদের কেনাকটা করতে তিনি মার্কেটে এসেছেন। সব মহিলারা জানালেন করোনার ভয়াবহ প্রকোপ ও লকডাউনের কারণে দোকানপাট বন্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। ফলে মানুষ আর বাইরে বের নাও হতে পারে। মঙ্গলবার ঝিনাইদহ শহরের কাপড়ের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে উপচেপড়া ভীড়। যেখানে কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মাস্ক ছাড়া গাদাগাদি করে কেনা-বেচা করছে ক্রেতা-বিক্রেতারা। এ অবস্থা শহরের মুন্সী মার্কেট, গীতাঞ্জলী সড়কসহ বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখা গেছে  মাস্ক ছাড়াই অভিভাবকদের সঙ্গে শপিংমলে ঘুরছে শিশুরা। তবে করোনা প্রতিরোধে প্রশাসনিক কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরিবারের সদস্যদের নিয়ে পোশাক কিনতে আসছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারীরা। শহরের হামদহ থেকে আসা রাহেলা বেগম নামে এক নারী বলেন, “কালকের দিন পরে তো সব বন্দ করে দেবেনে, তাই বাচ্চাগের জন্নি কাপুড় কিনতে আইচি”।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, আজও ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার দুই নারী মারা গেছেন। করোনার এই পরিস্থিতিতেও মানুষ ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান-পাটে ভীড় করছে। এতে করোনার সংক্রমনের ঝুঁকি বেড়েই চলেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, মানুষের বাইরে আসা, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মানতে ও মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

#ইনিউজ৭১/জিয়া/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেলসহ গ্রেফতার ৪

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনসহ চারজনকে ফের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৯ এপ্রিল) নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন- রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং স্থানীয় যুবদল নেতা মাসুদ রানা। বুধবার দুপুরেই তাদের

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

একসাথে সাথে খাবার খেয়ে ভিক্ষা করতে বের হলাম; দুপুরে এসে দেখি ঝুলন্ত লাশ

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পান্নারপুল এলাকায় ৯ এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আলামিন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আলামিনের বাড়ি মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামে। নিহত যুবকের বড় বোন মুমা বেগম জানান, তার ছোট ভাই এক যুগ আগে পারিবারিকভাবে বিবাহিত হয়েছিলেন, তবে তার স্ত্রীর সাথে সংসার চলেনি, কারণ আলামিন মাদকাসক্ত ছিলেন। গত দেড় মাস

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় এজাহার

আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদাম পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ঝুট ও গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে।   আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানান, গুদাম থেকে হঠাৎ ধোঁয়া ওঠা শুরু করে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয়।   কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামে। ফায়ার সার্ভিসের

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

দেবীদ্বারে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের প্রধান অতিথিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন