প্রকাশ: ৩ মার্চ ২০২১, ১৩:৪৬
আশাশুনিতে জাতীয় ভোটার দিবস-২০২১ পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের সামনে দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসের শুভ সূচনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান সিকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,
মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন, অধ্যক্ষ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে ভোটার দিবসের বিভিন্ন তথ্য ও শ্লোগান সম্বলিত ফেস্টুন ব্যানার প্রদর্শনের জন্য টানানো হয়।