প্রকাশ: ৩ মার্চ ২০২১, ১১:৪৮
করোনাকালীন সময়ে চালকাণ্ডে বরখাস্ত হওয়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য কুলসুমা আক্তারকে স্বীয়পদে বহাল করা হয়েছে। গত ০১ মার্চ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুর কুতুবুল আলমের স্বাক্ষরিত একটি পত্রে পূর্বের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বীযপদে বহাল করা হয়। কুলসুমা আক্তার বড়পলাশবাড়ী ইউনিয়নের ওএমএস ডিলার আমিরুল ইসলামের স্ত্রী।
গেল বছরের ০৯ এপ্রিল সরকারি ৮৮৯ বস্তা ভিজিডি ও ১০ টাকা কেজি চাল জব্দের ঘটনায় উপজেলা খাদ্য কর্মখর্তা নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে বড়পলাশবাড়ী ইউনিয়নের ওএমএস ডিলার আমিরুল ইসলাম, তার স্ত্রী নারী ইউপি সদস্য কুলকুমা আক্তার, তার ভাই জমিরুল ইসলাম, সমিরুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের ওএমএস ডিলার আব্দুর রশিদ ও নছিমন চালক পান্না কাউসারকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫ (১) ধারায় মামলা করেন।
পরে আদালতের আদেশে মামলা থেকে অব্যাহতি পেলে চলতি বছরের ২৫ জানুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপনের স্বাক্ষরিত পত্রে আদালতের নির্দেশনা যাচাই করে স্বীয়পদে বহালের নির্দেশনা প্রদান করেন। নারী ইউপি সদস্য কুলসুমা আক্তার বলেন, অতিত মনে রেখে কষ্ট পেতে চাই না। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আগামীতেও জনসেবা করে যাবো।