প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরগুনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
বরগুনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটের সময় প্রথমে জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সিভিল সার্জন, এলজিইডি, প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, সাংবাদিক ইউনিয়নসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, উন্নয়ন সহযোগী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুস্প স্তবক অর্পন করার পর শহীদ মিনারের বেদী পুস্প স্তবক অর্পন করেন
জেলা প্রশাসন,বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারি, বরগুনা নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলর গন , জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি কলেজ,মহিলা কলেজ,বরগুনা আইডিয়াল কলেজ , যুব রেডক্রিসেন্ট বরগুনা সদর উপজেলার আরো পুষ্পস্তবক অর্পণ করেন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ শিশুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানান।
যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে জেলা স্কুল,বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রচনা আবৃতি, দেশাত্মবোধক সংগীত, আলোচনা সভা ও কোরআন তেলোয়াত সহ নানা আয়োজন করা হয়েছে।