প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সোমবার সকাল ১০ টায়,
উপজেলা পরিষদ সভাকক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে তামাক বিরোধী প্রশিক্ষণ।
এসময় পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অনিক কুমার, অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার, সরকারি হিজলা কলেজের শিক্ষক লিটন চন্দ্র রায়,
হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হিজলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তালুকদার মামূন সহ প্রশিক্ষণে অংশগ্রহণ করা অন্যান্য অতিথিবৃন্দ।