মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারত থেকে অবৈধভাবে আনা ২৬৯ পিস শাড়িসহ তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১,৮৮,৩০০ টাকা। এসময় তাদের হেফাজতে থাকা একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রীমঙ্গল থানার সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করেন তিন চোরাকারবারীকে।
গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুর জেলার জয়দেবপুর থানার রায়হান হাওলাদার (৩৫), চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ওমর ফারুক (৩২), এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মোঃ আবু তাহের (৪৫)। পুলিশ জানিয়েছে, তারা ভারত থেকে অবৈধভাবে শাড়ি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়ি যোগে শহরে নিয়ে আসছিল।
ওসি মোঃ আমিনুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তারা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চোরাচালান ঠেকাতে ভবিষ্যতেও নিরন্তর অভিযান অব্যাহত থাকবে।