নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে গোপালপুরে গরু বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৬ অপরাহ্ন
নিম্ন আয়ের মানুষকে স্বাবলম্বী করতে গোপালপুরে গরু বিতরণ

“দুধ, মাংস, চামড়া, গরু পালনে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং উন্নত জীবনের সন্ধানে (ঊষা) সংস্থার বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে ৬টি গরু বিতরণ করা হয়েছে। এটি নিম্ন আয়ের মানুষের স্বাবলম্বী হতে সহায়তা করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে গোপালপুরে সংস্থার কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) মো. মোস্তফা কামাল ভূঞা। এতে সভাপতিত্ব করেন উন্নত জীবনের সন্ধানে গোপালপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহীম খলিল। সঞ্চালনায় ছিলেন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন খ. আ. মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অকুবর হোসেন, মেহেরুননেছা কলেজের প্রভাষক মোঃ আশরাফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া এবং অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মোস্তফা কামাল ভূঞা বলেন, "এই ধরনের উদ্যোগ দরিদ্র জনগণের জন্য একটি বড় সহায়তা, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি সাধন করবে। গরু পালনের মাধ্যমে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"


উন্নত জীবনের সন্ধানে সংস্থা জানায়, ২০০৮ সাল থেকে তারা বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করেছে, যার মধ্যে ৬৫ জনকে আর্থিক সহায়তা, ৪ জনকে হুইল চেয়ার, ১৮ জনকে ক্যাচ, ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ, ২২০টি ছাগল, ৮২টি সেলাই মেশিন এবং আরও অনেক উপকরণ প্রদান করা হয়েছে। এই গরু বিতরণ তাদের একটি নতুন উদ্যোগ, যাতে স্থানীয় দরিদ্র মানুষ নিজেদের জীবিকা নির্বাহের পথ সহজতর করতে পারবেন।


এদিন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, যারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উদ্যোক্তাদের দাবি, এই উদ্যোগ শুধু একটি শুরু, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সহায়তার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে আরো বেশি মানুষ উপকৃত হতে পারেন।