প্রতি বছরেই যেমন একটি খুশির মিলনমেলা হয়, তেমনি এবারও এইচ বি এভিয়েশন তার ৮ম গেট টুগেদার এবং সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরেমনি অনুষ্ঠিত করতে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী ৩১ জানুয়ারী, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান ঢাকা এবং সিলেট শাখার সফল শিক্ষার্থীদের জন্য জমকালো আয়োজন হতে যাচ্ছে।
এইচ বি এভিয়েশন এর ঢাকা শাখার এয়ারটিকেটিং ব্যাচ ৬২ থেকে ৭৭ এবং ভিসা ব্যাচ ৪ থেকে ১১ সহ সিলেট শাখার ১ থেকে ৫ এয়ারটিকেটিং ব্যাচের সকল শিক্ষার্থী যারা সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া ২০২৪ সালের সফল উদ্যোক্তাদেরও সম্মাননা দেওয়া হবে। এদের মধ্যে ২০ জন উদ্যোক্তার জন্য বিশেষ অ্যাওয়ার্ড থাকবে।
অনুষ্ঠানে শুধু সার্টিফিকেট প্রদানই নয়, বরং আরও থাকছে র্যাফেল ড্র, বিভিন্ন সেশন ও এন্টাটেইনমেন্ট । এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। গত বছরগুলোর মতো এবারও সবাই একত্রিত হয়ে আনন্দে মেতে উঠবেন এবং সফল শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাবেন।
যারা পরীক্ষায় পাস করেছেন, তাদের নাম ইতোমধ্যে ব্যাচ ভিত্তিক চ্যাট গ্রুপে প্রকাশ করা হয়েছে। যারা অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। পাস করা শিক্ষার্থীদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি, তবে এক্স-স্টুডেন্ট এবং যারা পাস করেননি, তাদের জন্য ৫০০/- টাকা ফি ধার্য করা হয়েছে।
এইচ বি এভিয়েশন তার এক্স-স্টুডেন্টদের পাশাপাশি নতুন অংশগ্রহণকারীদেরও স্বাগত জানাচ্ছে। যারা ৫০০/- টাকা ফি দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য অফিস থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানিয়ে দেয়া হবে।
এটি একটি গ্র্যান্ড ইভেন্ট হওয়ার পাশাপাশি সবার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে মনে থাকবে। আগামী ৩১ জানুয়ারি, এই বিশেষ দিনটি এইচ বি এভিয়েশন এর সকল সদস্য এবং স্টুডেন্টদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ইনশাআল্লাহ, সবাই মিলে এটি একটি সফল, আনন্দময় এবং মনোরম অনুষ্ঠান উপভোগ করতে পারব।
আগের গেট টুগেদার ইভেন্টগুলো কেমন হয়েছে, তা দেখতে চাইলে সবাই নিচের লিংকে গিয়ে পুরনো ইভেন্টগুলোর ভিডিও দেখে নিতে পারেন। https://youtube.com/playlist?list=PLfH1apOrHEF8PuK07e0nl2LgwTj7qR-Vi&si=NiZZ8ulEijHGLK2d
আপনার উপস্থিতি এই ইভেন্টটিকে আরও স্মরণীয় করে তুলবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।