“উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ১’শ ৫০ জন পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- যুগ্ন সচিব পরিচালক-প্রশাসন অর্থ এনায়েত উল্লাহ খান ইউসুফ-জি, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার, টাঙ্গাইলের বিএডিসি (ডিডি) মো. সাইদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান খান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।