ভূরুঙ্গামারীতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগে খুশি কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ৬ই সেপ্টেম্বর ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগে খুশি কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ভেরভেরি ও বাউসমারী বিলের ২০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়ায় শতাধিক কৃষকের মুখে হাসি ফুটেছে। এতে তারা ওই জমিতে ফসল ফলাতে পারবেন। জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়েছিল।


কৃষকরা জানান, ভেরভেরি ও বাউসমারী বিলের পানি বকনি নদী দিয়ে বেরিয়ে যেত। স্থানীয় বাসিন্দা হবিবর রহমান বিল ও নদীর মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। এতে ভেরভেরি ও বাউসমারী বিলে পানি জমে প্রায় ২০০ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 


জলাবদ্ধতার নিরসনের উদ্যোগ নেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। বুধবার দুপুরে ভেরভেরি ও বাউসমারী বিলে জমে থাকা পানি যাতে বকনি নদীতে যেতে পারে সেজন্য এডিবির প্রকল্প থেকে ১০ ইঞ্চি ব্যাসের ৩৫০ ফুট পাইপ বসানো হয়।


কৃষক মোখলেছুর রহমান, আব্দুল মজিদ ও শরিফুলসহ অন্য কৃষকরা বলেন, বিলের পানি বের করার ব্যবস্থা নেওয়া আমরা খুশি। পানির কারণে জমিতে ফসল ফলাতে পারছিলাম না। 


এসময় অন‍্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) মামুন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় রাজনৈতিক ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।