https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দক্ষিণের ৬ জেলায় ৯০ ভাগ ধান কাটা সম্পন্ন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ২:১৬

শেয়ার করুনঃ
দক্ষিণের ৬ জেলায় ৯০ ভাগ ধান কাটা সম্পন্ন

ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানার সময় উপকূলের নিচু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। তবে বিরূপ আবহাওয়ায় ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণের ছয় জেলায়। ইতোমধ্যে বিভাগের ছয় জেলায় শতকরা ৯০ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃপক্ষ। চলতি বছর বিভাগের ৬ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৯ হাজার ৬৭৩ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৯ হেক্টর জমিতে।

সূত্রমতে, আগামীকাল ১৩ অথবা ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে আগেভাগেই সতর্ক ছিল বরিশাল কৃষি বিভাগ। বিরূপ আবহাওয়ায় ফসলের যাতে ক্ষতি না হয় সেলক্ষ্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের দিয়ে কৃষকদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করেছে। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ৬ জেলায় প্রায় ৯০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে বরিশালে শতকার ৮৭ ভাগ, পিরোজপুরে ৯২ ভাগ, ঝালকাঠিতে ৮৫ ভাগ, পটুয়াখালীতে ৯১ ভাগ, বরগুনায় ৯৩ ভাগ ও ভোলায় ৮৯ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত দুদিন বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করেছেন। গত কয়েকদিনের অব্যাহত তাপ প্রবাহে ধান কাটা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ায় কৃষকরা আগেভাগেই ধানা কেটে ঘরে তুলেছে। বরিশাল সদর উপজেলার কৃষক শুক্কুর মিয়া জানান, এবছর বোরো ধানের ফলন ভাল হয়েছে। তবে সারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন ব্যায় বৃদ্ধি পাওয়ায় ধানের ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তারা। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শওকত ওসমান বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে উদ্ভুত সমস্যা মোকাবেলা এবং কৃষি ফসল রক্ষার জন্য আগেভাগেই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সচেতন করা হয়েছে। ফলে এখন পর্যন্ত ৯০ ভাগ ধান কাটা সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চলে আবাদকৃত ভূট্টা কর্তন শেষ হয়েছে। এছাড়া মাঠে সবজিসহ অন্যান্য যেসকল ফসল রয়েছে তা রক্ষার জন্য নিচু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে। কৃষকদের বিনামূল্যে সার-বীজ ও প্রণোদনা দেওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আত্রাইয়ে ভুট্টা চাষে রেকর্ড, বাম্পার ফলনের আশা

আত্রাইয়ে ভুট্টা চাষে রেকর্ড, বাম্পার ফলনের আশা

দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশাবাদী। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় তারা স্বল্প খরচে যথাসময়ে ভুট্টার বাম্পার ফলন পেতে আশাবাদী। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার

রাজবাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণী

রাজবাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক-কৃষাণী

পরিশ্রম আর দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর চলছে পাকা ধান কাটার কার্যক্রম। মাঠে মাঠে এখন কৃষাণ-কৃষাণীদের এখন দারুণ ব্যস্ততা। চলছে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। এরইমধ্যে অনেক কৃষকের গোলাতেও বোরো ধান উঠতে শুরু করেছে। গ্রামীণ জনপদের বেশিরভাগ জায়গাতেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান কর্তন, মাড়াই, ঝাড়াই, সিদ্ধ ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়-কুটো শুকাতে ব্যস্ত সময় পাড়

আত্রাইয়ে পেঁয়াজ বীজ চাষে কৃষকদের ‘কালো সোনা’ জয়

আত্রাইয়ে পেঁয়াজ বীজ চাষে কৃষকদের ‘কালো সোনা’ জয়

নওগাঁর আত্রাই উপজেলা এখন পেঁয়াজ বীজ চাষে আরও উন্নত এবং লাভজনক। সারা বছর পেঁয়াজের বাজার চাঙ্গা থাকায় চাষিরা এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছে। বিশেষ করে, চলতি বছরে পেঁয়াজ বীজের উচ্চ বাজার মূল্যে কৃষকরা ভালো লাভের আশা করছেন। উপজেলা জুড়ে, বিশেষ করে শাহাগোলা ইউনিয়নের পূর্বমিরাপুর, মিরাপুর, হাতিয়াপাড়া ও তারাটিয়া গ্রামে পেঁয়াজ বীজ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াও এই বছর অনুকূল

আশাশুনিতে সজিনা গাছে ফুলের সমারোহ, বাম্পার ফলন আশা

আশাশুনিতে সজিনা গাছে ফুলের সমারোহ, বাম্পার ফলন আশা

আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় সজিনা গাছ সাদা ফুলে ভরে গেছে। গাছগুলোর ডাল থেকে মাথা পর্যন্ত থোকা থোকা সাদা ফুলে শোভিত, আর এতে ফুলের সৌন্দর্য্যে মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সজিনা গাছের পাতাগুলো ঝরে পড়তে শুরু করেছে, যার ফলে পাতাশূন্য গাছে সাদা ফুলের শোভা যেন আরও বেশি চোখে পড়ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন ও আশপাশের এলাকা ঘুরে

রাঙ্গাবালীতে ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে তরমুজ চাষীদের মানববন্ধন

রাঙ্গাবালীতে ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে তরমুজ চাষীদের মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারি তহশিলদার) জাহিদুল ইসলামের বিরুদ্ধে চাষীদের তরমুজ পরিবহণে বাধা দেওয়ার পাশাপাশি চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গহিনখালী গ্রামের তরমুজ চাষীরা অভিযোগ করেন, তারা চলতি মৌসুমে স্থানীয় বিআইডব্লিউটিএ অনুমোদিত একটি ঘাট দিয়ে তরমুজ বাজারজাত করছিলেন। কিন্তু ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম সেখানে গিয়ে তাদের তরমুজ পরিবহণে বাধা দেন। তাছাড়া, তার নিয়ন্ত্রণাধীন