ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে সন্ধ্যা নাগাদ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া আসতে পারে। এ কারণে নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাবেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে মাঝারি থেকে প্রবল বাতাসও বইছে। উপকূলীয় এলাকাগুলোতে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নিম্নচাপটি আরও শক্তিশালী হলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে। এ অবস্থায় নৌযান ও মাছধরার ট্রলারগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ঝড় ও বৃষ্টির সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। নদী ও সমুদ্রপথে চলাচলকারী যাত্রী ও জেলে সম্প্রদায়কে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।