প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:২৪

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর রাতভর ঝরতে থাকা কুয়াশায় পুরো অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টায় সামান্য বৃদ্ধি দেখা গেলেও অনুভূত তাপমাত্রা ছিল আগের মতোই কম।


