
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। ডিসেম্বরের শুরুতেই যে তীব্র শীত নেমে এসেছে, তা বছরের এই সময়ের জন্য অস্বাভাবিক বলে মন্তব্য করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও প্রচণ্ড করেছে।
