জজ হওয়া হলোনা আনিকা শাহির; পরিবারে চলছে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন
জজ হওয়া হলোনা আনিকা শাহির; পরিবারে চলছে শোকের মাতম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহিরের মরদেহ উদ্ধারের পর থেকে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। রবিবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকার একটি ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নওগাঁর বদলগাছীর এই মেধাবী শিক্ষার্থী ছিলেন কোটাবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। তার অকালমৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে এবং সঠিক তদন্তের দাবি উঠেছে।  


সোমবার বিকেলে তার গ্রামের বাড়ি বদলগাছীর রহিমপুরে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ। শতবর্ষী দাদা হতবাক, ফুফু আক্তার বানুর কান্না থামছে না। প্রতিবেশীরাও এই মৃত্যু মেনে নিতে পারছেন না। আনিকার ফুফাতো ভাই বকুল মিয়া সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।  


পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করতেন। কোটা বিরোধী আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির কর্মী, জয়পুরহাটে আন্দোলনেও অংশ নিয়েছিলেন।  


পুলিশ জানিয়েছে, রবিবার রাতে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।  


আনিকার পরিবারের দাবি, তিনি সাইবার বুলিং ও মানসিক চাপে ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাবার কারণে তাকে নানা কটূক্তি সহ্য করতে হয়েছে। আন্দোলনের সময় তার পরিবারকেও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।  


স্থানীয়ভাবে জানা গেছে, তার বাবার বাড়িতে হামলার আশঙ্কা ছিল, এমন স্ক্রিনশটও প্রকাশ পেয়েছে। আন্দোলনে সক্রিয় থাকা সত্ত্বেও তাকে পারিবারিক নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আনিকার মৃত্যু স্বাভাবিক না পরিকল্পিত, তা নিয়ে সংশয় রয়েছে।  


পরিবারের সদস্যদের বক্তব্য, মৃত্যুর সময় আনিকার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল, তবে তার পা মেঝেতে ঠেকে ছিল। রুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া গেছে, যা সন্দেহ আরও বাড়িয়েছে।  


এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা। আনিকার মৃত্যু কীভাবে হলো, তা স্পষ্ট করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।