চব্বিশের স্বাধীনতায় নারী নিরাপদ নয়: কনটেন্ট ক্রিয়েটর কাফি

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
চব্বিশের স্বাধীনতায় নারী নিরাপদ নয়: কনটেন্ট ক্রিয়েটর কাফি

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, “আজকে যদি শেখ হাসিনা দেশে থাকতেন, তাহলে আপনি ও আমি বুকে গুলি খেতাম, কারণ ধর্ষকদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেয়া হয়নি।” তিনি সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ধর্ষণের প্রতিবাদে ও বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।


কাফি আরও বলেন, " চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও আজও আমার দেশের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারছে না। তাহলে আমাদের স্বাধীনতা কোথায়?" তিনি প্রশ্ন করেন, "এমন এক স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে একজন মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, এটা আমরা কেউই চাই না।" কাফি তার বক্তব্যে আরও বলেন, "আজকাল যদি আমার বোনকে রাতে বাইরে যেতে না বলি, তখন সে আমাকে বলতে পারে—এটা আমার দেশ, আমি এ দেশের নাগরিক। তখন তার কাছে কী জবাব দেবো?"


তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বে রয়েছে, কিন্তু গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সরকার যদি কঠোর শাস্তির ব্যবস্থা করতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। কাফি বলেন, "একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত," এবং সরকারের কাছে তার এ দাবিটি জানিয়ে দেন।


এ সময় তিনি আরও বলেন, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে, সমাজে এই ধরনের অপরাধ বেড়ে যেতে পারে। কাফি উপস্থিত জনতাকে জানিয়ে দেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকলকে একত্রিত হয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে।