আলোচিত সেই বারবেরি মাফলার বিক্রির ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আলোচিত ও সমালোচিত এই মাফলারটি তার আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি এই অর্থ প্রদান করে অভয়ারণ্য - বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য মাফলারটি কিনতে পারবেন।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সমর্থকেরাও চাইলে মাফলারটি কিনতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে মূল্য ধরা হবে ৮৬ হাজার ৬০০ ডলার। এছাড়া পরিচয় গোপন রেখেও ক্রেতারা এটি সংগ্রহ করতে পারবেন। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতার হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ছবি ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সমালোচকদের কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে এত দামি মাফলার ব্যবহার করতে পারেন। অন্যদিকে অনেকেই একে অযথা বিতর্ক বলে উড়িয়ে দেন এবং এটিকে তার ব্যক্তিগত পছন্দের বিষয় বলে উল্লেখ করেন।
মাফলার বিতর্ক রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে। আবার কেউ বলছেন, এটি আসলে সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত হয়েছে।
এ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিষয়টি অতিরিক্ত গুরুত্ব পাওয়ায় তিনি মাফলারটি বিক্রি করে তার অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে অন্তত এটি একটি ভালো কাজে ব্যবহার হবে।
মাফলার বিতর্কের পর এমন সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, এটি বিতর্ক প্রশমনের একটি কৌশল কি না।
তবে যা-ই হোক, আলোচিত এই মাফলার নিলামে তোলা হলে তা কে বা কারা কিনবেন, সেটিই এখন দেখার বিষয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।