লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলিটারী এলাকায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দ্ব›দ্বের জেরে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মোস্তাকিন হোসেন, মোহাম্মদ হোসেন, লালন মিয়া, সুমন হোসেন, মিঠু, লাবিব, লাভলি বেগম, বিলকিস বেগম, খাদিজা খাতুন, মাহাবুব ইসলাম, সোহাগ হোসেন, সোহান, মামুন, লিটন, তাগবির, শারমিন খাতুন ও মনি খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করা নিয়ে মোস্তাকিন হোসেন ও মাহাবুব ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে মোস্তাকিন তার নিজের জমির উপর দিয়ে রাস্তা তৈরি করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৮ জন আহত হন।
আহত মাহাবুব ইসলাম অভিযোগ করে বলেন, "মোস্তাকিন আমাদের ওপর প্রথমে হামলা চালায়। পরে আমার পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরও মারধর করে। এতে আমাদের ৯ জন গুরুতর আহত হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই এবং থানায় লিখিত অভিযোগ করব।"
অপরদিকে মোস্তাকিন হোসেন বলেন, "মাহাবুব ও লিটন দীর্ঘদিন ধরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে। আমরা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমার নিজের জমির উপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করলে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমাদেরও ৯ জন আহত হয়েছেন।"
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, "সংঘর্ষের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা সংঘর্ষে জড়িতদের মধ্যে উত্তেজনা প্রশমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।