ঝালকাঠি সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কবর জিয়ারতের কথা বলে অটোরিকশা চালককে অচেতন করে চুরি করার ঘটনায় দুই জন চোরকে আটক করেছে পুলিশ। এরা আন্তঃজেলা অটোচোর চক্রের সদস্য বলে জানা গেছে। রোববার (২৫ নভেম্বর) সকালে নেছারাবাদ দরবার শরিফের সামনে এই ঘটনা ঘটে, এবং আটককৃতরা আগেও বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধে জড়িত ছিল।
অটোরিকশা চালক মেহেদী হাসান (২৫) জানান, তিনি সকালে ৫০ টাকা ভাড়া নিয়ে নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে কবর জিয়ারত শেষে অভিযুক্তরা তাকে সিঙ্গারা খাওয়ার প্রস্তাব দেয়। সিঙ্গারা খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরেই দেখতে পান তার অটোরিকশাটি নিখোঁজ।
স্থানীয়রা জানায়, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, চোরদের ধরতে অভিযান শুরু করে। আটককৃতরা হলেন চুন্নু মোল্লা (৩৫) ও শুক্কুর আলী (৩৫)। চুন্নু মোল্লা নড়াইল জেলার ডর বল্লাহাটি গ্রামের বাসিন্দা এবং শুক্কুর আলী সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বন্যা গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার পর, পুলিশ শহরের সিটি পার্ক এলাকা থেকে চুরি করা একটি ব্যাটারি চালিত অটোরিকশাও উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "এই চোরেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করছিল। তারা চালকদের অচেতন করতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা পেশাদার চোর।"
এ ঘটনায় অটোচালক মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই চুরির ঘটনা এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।