প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৪৫
দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। একইসঙ্গে দেশের ১৫টি জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকায় নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিভারি বৃষ্টির কারণে ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা এখনো প্রবলভাবে অব্যাহত আছে এবং কিছু এলাকায় পানি জমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
এছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব অঞ্চলের মানুষকে সর্তক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
অতিবৃষ্টির ফলে বিভিন্ন জেলার নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে এবং সড়কপথে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো।
চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় অবস্থানরতদের প্রতি অতিরিক্ত সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে এমন এলাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এদিকে টানা বৃষ্টির কারণে কৃষিকাজেও ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমন ধানের চারা রোপণের সময় বৃষ্টিপাত সহায়ক হলেও অতিরিক্ত পানি জমে থাকলে তা ক্ষতির কারণ হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সতর্ক থাকার পাশাপাশি জনগণকে আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।