"মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে এ প্রোগ্রাম শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল এবং সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আলী হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক এবং টগড়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রোগ্রামে অংশ নেন।
প্রধান অতিথি অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ তার বক্তব্যে বলেন, "জামায়াতে ইসলামীতে পিরোজপুরসহ সারা দেশে যোগদানের গণজোয়ার তৈরি হয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ একটাই স্লোগান দিচ্ছে—আওয়ামী লীগসহ অন্যান্য দলকে ক্ষমতায় দেখেছি, এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাসন দেখতে চাই।"
তিনি আরও বলেন, "প্রতিটি দায়িত্বশীলের উচিত নিজের চরিত্র সুন্দরভাবে গঠন করা, যেন ইসলামের দাওয়াত গ্রহণ করতে মানুষ দ্বিধাবোধ না করে। শহীদ আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" ইসলামী রাষ্ট্র গঠনে দায়িত্বশীল নেতাকর্মীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনাও তিনি উপস্থাপন করেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক এবং মাওলানা হারুনুর রশিদ তাদের বক্তব্যে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামের আদর্শ অনুসরণ করে কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।