প্রকাশ: ৩ মে ২০২৫, ২০:৪৯
শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ যুব দল। তবে এক ম্যাচের হারের পরেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব দল। টানা তিনটি জয়ে তারা এখন সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শনিবার (৩ মে) সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারিয়ে বড় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
কলম্বোতে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরাররা দুর্দান্ত সেঞ্চুরি (১১৩) হাঁকান এবং রিজান হোসেন ৮২ রান করেন। এই দুইজনের দৃঢ় ব্যাটিং বাংলাদেশের পক্ষে বড় পুঁজি গড়ে তোলে।
শ্রীলঙ্কার ইনিংস শুরু হলেও তারা তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৩৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে তারা মাত্র ১৯০ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে পেসার আল ফাহাদ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, সানজিদ মজুমদার এবং তামিম দুইজনই দুটি করে উইকেট শিকার করেন।
শ্রীলঙ্কার জন্য দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অধিনায়ক ভিমাথ দিনসারা, যিনি ৬৬ রান করেন। তবে তার ইনিংস একা দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেনি।
আগামী ৫ মে কলম্বোতেই সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। সিরিজের এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের যুবারা তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বিপক্ষকে চাপে ফেলেছে এবং সিরিজটি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।