প্রকাশ: ১ মে ২০২৫, ১২:৫৫
কাশ্মীর ইস্যুতে ফের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে শহিদ আফ্রিদি। সম্প্রতি পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করায় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকে ব্যর্থ আখ্যা দেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরে ৮ লাখ সেনা মোতায়েন করেও যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সেটি তাদের অকার্যকারিতার প্রমাণ। তার বক্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে ভারতে।