প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব নূঠুর চর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী খালেকের জীবন কেটেছে এক ভিন্ন পথে। কেউ মৃত্যুর সংবাদ শুনলে যেখানে শোকগ্রস্ত হয়, সেখানে খালেক সেই মুহূর্তে দায়িত্ব নেন শেষ বিদায় প্রস্তুতির। জীবনের ৩৫ বছরেরও বেশি সময় তিনি কাটিয়েছেন কবর খুঁড়ে, গোরস্থান পরিষ্কার করে এবং মৃত্যুর পর মানুষের শেষ যাত্রাকে সম্মানজনক করে তুলতে।