প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:২৭
মৌলভীবাজারের বড়লেখা হাকালুকি হাওর এবং শ্রীমঙ্গলের বাইক্কা বিলের পানির দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, হাওর ও বিলের পাশে যত্রতত্র বর্জ্য ও প্লাস্টিক ফেলা হচ্ছে, যা পানির মান ও মাছের প্রজননকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।