মাদারীপুরের রাজৈরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে পরকীয়া প্রেমের জের ধরে সোহেল হাওলাদার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের স্বজনদের বিরুদ্ধে। গত বৃহশপতিবার রাতে বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলেদের সাথে পরকীয়া প্রেম চলে আসছিল।
এছাড়া এলাকায় আধিপত্য নিয়েও দ্বন্দ্ব চলছিলো তাদের।সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মিলে রাজৈরের মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে একা পেয়ে কুপিয়ে আহত করলে দ্রুত রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক অবস্থা দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে সে মারা যায়।মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাজিতপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল সোহেল হাওলাদারের। কিছুদিন আগে স্থায়ীয়ভাবে শালিস মীমাংসাও হয়েছিল। ধারণা করা হচ্ছে এই কারণে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে ।ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।