ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৫:২৪ অপরাহ্ন
ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠির নলছিটিতে পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ইটভাটার বিপুল পরিমাণ ইট ধ্বংস এবং ইটভাটার ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।  


শনিবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় কেটিসি ব্রিকস নামের ওই ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।  


ইউএনও জানান, ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি এবং বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। আইন অনুযায়ী এটি বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ইটগুলো পানি দিয়ে ধ্বংস করা হয়।  


এ ধরনের অভিযানে স্থানীয় প্রশাসন দৃঢ় অবস্থান নেবে বলে জানিয়েছেন ইউএনও। লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা দেশের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।