রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইচআইভি এইডস, বাল্যবিবাহ, ইভটিজিং ও ডেঙ্গু জ্বর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'পদ্মা পাড়ের মানুষ' নাটক মঞ্চায়িত হয়েছে। নাটকটি মঙ্গলবার রাত ৯টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে দৌলতদিয়া বাস টার্মিনালে মঞ্চস্থ হয়। সম্মিলিত নাট্যদল গোয়ালন্দের পরিচালনা ও পরিবেশনায় এ নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
নাটকের শুরুতে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নাটকে অভিনয় করেন সম্মিলিত নাট্যদলের শিল্পী মাইনদ্দিন মানু, আব্দুল আজিজ, প্রণব ঘোষ, সাধন কুমার সাহা, নিকবার আলী নিকু, শহিদুল ইসলাম, সাইফুর রহমান পারভেজ, কামরুল ইসলাম, এরশাদ মন্ডল ও শিশু শিল্পী শাওন। সঙ্গীত পরিবেশন করেন নুরুল হক মিলন, সিরাজ কাজী, মো. হারুন শিকদার ও সুপর্ণা বিশ্বাস।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ম্যানেজার মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ আব্দুর রহমান, ডাঃ সোহাগ রানা, প্রোগ্রাম অফিসার জুয়েল রানা নজরুল, সাপ্লাই চেইন এন্ড হসপিটাল ম্যানেজমেন্টের সিনিয়র অফিসার আলমগীর কবির রানা, যোগাযোগ ব্যবস্থাপক নজরুল ইসলাম, সাটুরিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মূসা বুদ্দিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. সুলতান উদ্দিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, কাউন্সিলর রূপা রানী কুন্ডু, প্যারামেডিক মো. সাব্বির, খাদিজা খাতুন, মৌসুমী আক্তার, মিষ্টি আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
নাটকটির মাধ্যমে এইচআইভি এইডস, বাল্যবিবাহ, ইভটিজিং ও ডেঙ্গু জ্বরের মতো সামাজিক সমস্যাগুলো সম্পর্কে দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা নাটকটির প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। নাটকটি স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সমস্যাগুলোকে ফুটিয়ে তুলে দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলে।
নিউজ ও ছবি: মইনুল হক মৃধা, রাজবাড়ী। মোবাইল: ০১৭২১৭৮৪২৯১। তারিখ: ২৬/২/২০২৫ ইং।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।