দৌলতদিয়ায় গলায় ফাঁস নিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন
দৌলতদিয়ায় গলায় ফাঁস নিয়ে তরুণীর আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডলপাড়া এলাকায় মোছা: সানজিদা মাইদি পায়েল (২০) নামে এক তরুণীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যেকোন সময় দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়া এলাকায় দোতলায় তার নিজ বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে। 


নিহত সানজিদা মাইদি পায়েল স্থানীয় মোঃ সাইদ শিকদারের মেয়ে।


স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, নিহত পায়েলের তিন চার বছর আগে শামীম সরদার নামে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মনের মিল না থাকায় ছয় মাস আগে স্বামীর সাথে পায়েলের ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তাদের বাড়ির পাশে মোঃ হাফিজ মন্ডল নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাফেজ মণ্ডল তার কাজের ক্ষেত্রে গত দুই  মাস আগে ইরাকের চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে  মৃত্যুর আসল কারন জানা যাবে।


 তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।