দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
সম্প্রতি স্বেচ্ছাচারিতা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে আন্দোলন গড়ে তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বুধবার দুপুর ৩টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠন দুটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিকেল সাড়ে ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইউএনও কার্যালয় ত্যাগ করেন।
এরপর বৃহস্পতিবার তিনি অফিসে না এসে নিজ বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। আন্দোলনের মুখে বদলির এই সিদ্ধান্ত এলো বলে স্থানীয়রা মনে করছেন।
সন্ধ্যায় ইউএনও ফাতেমা খাতুন বদলির বিষয়ে বলেন, "আমি অফিসে আছি এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। সন্ধ্যার আগে বদলির বিষয়টি জানতে পেরেছি।"
জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর উপজেলা শাখার প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, "অনিয়ম ও দুর্নীতি রুখতে আমরা আন্দোলন করেছি। কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা স্বৈরাচারের দোসরদের সহ্য করা হবে না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব।"
ইউএনওর বদলির খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে আনন্দ মিছিল বের করে আন্দোলনকারীরা। এতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।