বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, সাত ছিনতাইকারী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, সাত ছিনতাইকারী শনাক্ত

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে ১৪০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার রামপুরা থানায় আনোয়ার হোসেনের স্ত্রী অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।  


গত রবিবার রাত সাড়ে দশটায় বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন দোকান বন্ধ করে বাসার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে সাতজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এরপর তারা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে স্বর্ণ ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। হামলার সময় ব্যবসায়ীর স্ত্রী ও সন্তান চিৎকার করলেও গেট বন্ধ থাকায় কেউ সাহায্য করতে পারেনি।  


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, তিনজন আনোয়ার হোসেনের সঙ্গে ধস্তাধস্তি করছে এবং তিনটি মোটরসাইকেলে আরও চারজন অবস্থান নিয়েছে। এক পর্যায়ে এক দুর্বৃত্ত গুলি করলে আনোয়ার গুলিবিদ্ধ হন। এরপর তারা স্বর্ণ ও টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।  


রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে এবং তদন্তের স্বার্থে দারোয়ানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী বাসার গেট রাত ১১টায় বন্ধ হওয়ার কথা থাকলেও সেদিন সাড়ে দশটায় বন্ধ ছিল, যা সন্দেহজনক। পুলিশ হামলাকারীদের শনাক্ত করেছে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।  


আহত আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তিনি দারোয়ানকে বারবার গেট খুলতে বললেও তা খোলা হয়নি, ফলে তিনি পালিয়ে যেতে পারেননি। দুর্বৃত্তরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দেন, তখন তাকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। তার দুই পায়ে ও গোপনাঙ্গে গুলি লেগেছে। তিনি জানান, এক সপ্তাহ আগে কিছু অজ্ঞাত ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আদায় করেছিল।  


এদিকে দারোয়ান পিয়ারুল ইসলাম দাবি করেন, গুলির শব্দ শোনার পর ভেতর থেকে কেউ বের হতে সাহস করেনি। মোটরসাইকেল চলে যাওয়ার পর সবাই আনোয়ারকে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।  


এ ঘটনার প্রতিবাদে গতকাল বনশ্রীতে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা সড়ক অবরোধ করে ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।