সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্টে ছাত্র জনতা গণহত্যার সহযোগী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবিতে ও আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিবসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষডযন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ও ছাত্রজনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১২) ই ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে নবীনগর অভিমুখে মহাসড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনে অংশ গ্রহন কারী সাংবাদিক ও ছাত্র জনতা ।
মানববন্ধনে হত্যার ষড়যন্ত্রকারী ও সরাসরি হত্যার সাথে জড়িত একাধিক মামলার আসামী ফ্যাসিস্ট সরকারের দোসর এন টিভির সংবাদকর্মী জাহিদুর রহমান ও এটি এন নিউজ এর সংবাদকর্মী জাহিদ হাসান সাকিলকে অবিলম্বে গ্রেফতারের দাবি করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাব এর আহ্বায়ক লোকমান হোসেন চৌধুরী (খোকা),সদস্য সচিব সোহেল রানা সহ আশুলিয়া, সাভার, ধামরাই ও কাশিমপুর থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ছাত্র জনতা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি চৌধুরী লোকমান হোসেন চৌধুরী (খোকা), আশুলিয়া প্রেস ক্লাব এর সদস্য সচিব ও দৈনিক বনিকবার্তা পত্রিকার প্রতিনিধি সোহেল রানা,আশুলিয়া প্রেস ক্লাব এর যুগ্ন আহ্বায়ক ও দৈনিক মুক্তখবর পত্রিকার প্রতিনিধি ওবায়দুর রহমান লিটন, দৈনিক বাংলাদেশ বুলেটিন স্টাফ রিপোটার সাকিব আসলাম, দৈনিক সাধীন বাংলা পত্রিকার মোঃ ইয়াসিন, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য রিফাত আহম্মেদ ইমন সহ আরো অনেকেই।
এসময় সবাই একবাক্যে বলেন,জুলাই বিপ্লব তথা কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও সাধারণ জনতাদের,বিগত চব্বিশ সালের ০৫ আগস্টে নির্বিচারে পশুর মত গুলিকরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।