কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অপর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার ১২ ফেব্রুয়ারি তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় আহত আশরাফুল ইসলাম নামের ভূরুঙ্গামারী ইউনিয়নের একব্যক্তি বাদী হয়ে গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মীর নামে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়ের হওয়ায় তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল এবং শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান বাবলুকে পুলিশ গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তির দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।