ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান ফরিদা আখতারের

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন
ভালোবাসা দিবসে ‘তামাশা’ না করার আহ্বান ফরিদা আখতারের

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বছর ভালোবাসা দিবসে কোনো ধরনের ‘তামাশা’ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন ভালোবাসা দিবস সীমিতভাবে পালন করা হয়। মঙ্গলবার তার ফেসবুক পোস্টে এমন বক্তব্য প্রকাশের পর এ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  


বৃহস্পতিবার সকালে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, এটি কেবল তার ব্যক্তিগত আহ্বান, কোনো সরকারি নিষেধাজ্ঞা নয়। এক শহীদ পরিবারের অনুরোধে তিনি এই আহ্বান জানিয়েছেন এবং তিনি নিজেও মনে করেন, ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ভালোবাসা সারা বছর পালন করা যায়, তবে এ বছর বিশেষ পরিস্থিতির কারণে সংযত থাকা উচিত।  


তিনি ব্যাখ্যা করেন, ফেব্রুয়ারি মাস বাঙালির ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস। এছাড়া চলতি বছর গণঅভ্যুত্থানের অনেক শহীদ ও আহতের স্মৃতি এখনো তাজা। এই পরিস্থিতিতে অতিরিক্ত আনন্দ-উল্লাস যেন ‘তামাশা’তে পরিণত না হয়, তাই তিনি সতর্ক করেছেন।  


তার বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, তার এই মন্তব্য কীভাবে উসকানি হতে পারে? তিনি তো শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন, কোনো নিষেধাজ্ঞা দেননি। যদি কেউ তার কথার ভুল ব্যাখ্যা করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তবে সেটি তাদের দায়িত্ব।  


তিনি আরও বলেন, তার বক্তব্য নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা কি শহীদদের সম্মান জানাতে চান না? যদি তাই হয়, তাহলে তারা সরাসরি সেটাই বলুক। তার মতে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বলা কোনোভাবেই বিতর্কিত হওয়া উচিত নয়।  


তার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত দেখা যায়। কেউ কেউ তার আহ্বানকে সমর্থন করলেও, অনেকেই এটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তবে ফরিদা আখতার বলেছেন, তিনি তার বক্তব্যে এখনো অটল আছেন এবং এটি শহীদদের সম্মান জানানোর জন্যই বলা হয়েছে।  


প্রসঙ্গত, ফরিদা আখতার তার পোস্টে স্পষ্টভাবে লিখেছিলেন, ‘জুলাই-আগস্টের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভালোবাসা দিবসে কোনো তামাশা যেন না হয়।’