শিবপুর থানায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
শিবপুর থানায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নরসিংদীর শিবপুর থানায় আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।  


শিবপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে একাধিক মামলার ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। সেখানে উপস্থিত হয়েই তিনি হাজতখানায় প্রবেশের চেষ্টা করেন।  


কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন এবং মারধর করেন। এ সময় থানার অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত কনস্টেবল সবুজ মিয়াকে উদ্ধার করেন।  


প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় জজ মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, শিবপুর থানায় চাকরি করতে হলে তার কথা শুনতে হবে, না হলে এখানে কাজ করা যাবে না। তিনি নাদিম সরকারকে দ্রুত মুক্তি না দিলে পরিণতি ভালো হবে বলেও হুমকি দেন।  


থানার ওসি আফজাল হোসেন জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক জজ মিয়ার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।  


এলাকাবাসী জানায়, জজ মিয়া দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত। স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর তার প্রভাব আরও বেড়ে যায়। তিনি বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।  


পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে জজ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি থানায় হামলার ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করতে কাজ চলছে। শিবপুর থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।