নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে বসুরহাট বাজার থেকে ছাত্র-জনতার একটি মিছিল বের হয়ে কাদেরের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। এরপর তারা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। হামলার মূল লক্ষ্য ছিল ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন। বিক্ষুব্ধ জনতা হাতুড়ি ও শাবল দিয়ে ভবনটি ভাঙচুর করে। পরে তার আরেক ছোট ভাই শাহাদাত মির্জার ভবনেও হামলা চালানো হয়।
এর আগেও, গত বছরের ৫ আগস্ট একই বাড়িতে হামলা চালানো হয়েছিল। সেসময় পাঁচটি বসতঘর ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে কাদের মির্জার বাড়ি সংস্কার করা হলেও, এবার আবারও তা ভাঙচুরের শিকার হয়। হামলার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম বলেন, “কোম্পানীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে ওবায়দুল কাদের, তার ভাই কাদের মির্জা ও তাদের বাহিনীর অত্যাচার ও নির্যাতনের শিকার। তাদের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই আজকের এই হামলা হয়েছে। ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিবাদী আচরণ করলে তারাও একই পরিণতির শিকার হবে।”
তবে ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফয়জুল আজিমের মুঠোফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।