নাসিম আকনকে ছাড়া রাজাপুর বিএনপি চলতে পারবে না: তালুকদার আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৬ অপরাহ্ন
নাসিম আকনকে ছাড়া রাজাপুর বিএনপি চলতে পারবে না: তালুকদার আজাদ

ঝালকাঠির রাজাপুরে বিএনপির উপজেলা সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ নেতৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।


তালুকদার আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কেন্দ্র থেকে সকল পদ, তার সদস্য পদসহ স্থগিত করা হয়েছে। তবে তারা কেন্দ্রের নির্দেশনায় দল পরিচালনা করে থাকায় এই পদক্ষেপে কোনো আপত্তি জানাননি। তিনি বলেন, "আমরা কেন্দ্রের নির্দেশনা মেনে চলি এবং দলীয় শৃঙ্খলা মেনে কাজ করি।"


তালুকদার আরো বলেন, রাজাপুরে বিএনপির কর্মীরা একতাবদ্ধ ছিলেন এবং কেন্দ্রীয় নেতাদের অনুপ্রেরণায় দল সুসংগঠিত ছিল। তিনি জানান, ৫ তারিখের পরে আইনশৃঙ্খলার কোনো সমস্যা হয়নি এবং তাদের কর্মীরা সংযতভাবে কাজ করেছে। তবে, তিনি অভিযোগ করেন যে, স্থানীয় আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।


তিনি আরো বলেন, "৭০ বছর বয়সী হওয়ার কারণে আমি সব সাংগঠনিক কাজ করতে পারি না, তবে নাসিম উদ্দিন আকন তার কর্মক্ষমতা দিয়ে এসব কাজে আমার সাহায্য করতেন, যা তার বিরুদ্ধে অভিযোগের কারণ হয়েছে।" এর পরই কেন্দ্র থেকে তার পদ স্থগিত করা হয়। তবে তালুকদার আবুল কালাম আজাদ এই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেন, নাসিম আকনের বিরুদ্ধে পুনরায় তদন্ত করে তার পদ ফিরিয়ে দেওয়া হোক।


উল্লেখ্য, রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের সব পদ সাময়িক স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ২৫ জানুয়ারি, চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাসিমের পদ স্থগিত করা হয়।