গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ন
গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ প্রতিপাদ‍্যে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ পৌর ৮ নং ওয়ার্ডে অবস্থিত বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফারুক স্মৃতি সংঘ নকশীকাঁথা বাহাদুরপুরের আয়োজনে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী খেলায় উজানচর আলোর দিশারী ক্লাব ও মর্নিং স্টার ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আলোর দিশারী ক্লাব ২-০ গোলে মর্নিং স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।


টুর্নামেন্টের আহবায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক ফুটবলার মরহুম ফারুকের পিতা মো. শাজাহান খান।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. মজিবর রহমান, স্থানীয় মুরব্বী কমেদ সরদার, ইউসুফ আলী, মুকুল মোল্লা, সাবেক ফুটবলার মো. আরজু, জিয়াউল হাসান টিটু, মো. সোহেল, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মো. সাইদুল ইসলাম, স্কল শিক্ষক মনিরুজ্জামান মানিক প্রমুখসহ আয়োজক কমিটির অন‍্যান‍্য সদস্যবৃন্দ।


টুর্নামেন্টের আহবায়ক রেজাউল করিম রেজা জানান, টুর্নামেন্টেটি আমার মরহুম বড় ভাইয়ের নামে আয়োজন করা হয়েছে। প্রতিবছরই একটি টুর্নামেন্টের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এ টুর্নামেন্টে মোট ২০ টি দল ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।