"ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, ১১ ঘণ্টা পর স্বাভাবিক"

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
"ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, ১১ ঘণ্টা পর স্বাভাবিক"

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল টানা ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এই সময়ে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি তৈরি হয়, যা যাত্রী ও চালকদের জন্য তীব্র শীতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। 


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তিনি আরও বলেন, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু গাড়ি জমা হয়েছে, তবে দুপুরের মধ্যে সব যানবাহন নদী পার হতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 


এই ঘটনায় যাত্রী ও চালকরা রাতভর তীব্র শীতে কষ্ট ভোগ করেন। পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। ঘাট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা যানবাহন চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে। তবে কুয়াশাজনিত সমস্যা এই রুটে নিয়মিত দেখা দেয়ায় যাত্রী ও ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।