শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপ

তীব্র শীতে কষ্টে ভোগা সিরাজগঞ্জের উত্তর বঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গরম কাপড় (কম্বল) বিতরণ করেছে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপ। শীতের তীব্রতা বাড়ানোর সঙ্গে সঙ্গে খেটে খাওয়া অসহায় মানুষের দুঃখ বেড়ে যায়, আর এই মুহূর্তে মানবতার সেবায় এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। 


শনিবার (৪ ডিসেম্বর, ২০২৫) সকাল ১১টায় সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে ২০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির, আইন কর্মকর্তা আবু হাসান রুবেল, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক তাজ উদ্দিন, এডমিন শহিদুল ইসলাম, এডমিন হারুনর রশিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কম্বল বিতরণ কর্মসূচির শুরুতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সলঙ্গা বাজারের ঐতিহ্যবাহী জুম ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলাল সভাপতিত্ব করেন, এবং এস.এস ফারুক হায়দার পরিচালনা করেন। শাহ আলম সহ অন্যান্য সদস্যরা বলেন, "প্রিয় সলঙ্গার গল্প" গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকার হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছে। তারা শীতবস্ত্র, ঈদ সামগ্রী, হুইলচেয়ার, টিউবওয়েল, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা, জামা-কাপড়, ছিন্নমুলদের সাবলম্বী করতে গাছের চারা, ছাগল, খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে। 


এলাকার জনগণের মধ্যে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এই ধরনের সেচ্ছাসেবী কাজের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। সকলে আশা করছে, এভাবে আরও স্বেচ্ছাসেবী সংগঠন গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থাকবে এবং সমাজে মানবিক সহানুভূতির বার্তা পৌঁছাবে।