দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি এবং তালাক না দেওয়ায় পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রামে স্ত্রী নূরজাহান বেগমকে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদার। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী নুর মোহাম্মদ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে নুর মোহাম্মদ ও নূরজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে নুর মোহাম্মদ স্ত্রী নূরজাহানকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান।
শনিবার রাতে পুত্রবধূদের মধ্যস্থতায় নুর মোহাম্মদ স্ত্রী নূরজাহানের কাছে ক্ষমা চেয়ে তাকে আবার ঘরে ফিরিয়ে নেন। পরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নূরজাহানকে জবাই করে হত্যা করেন নুর মোহাম্মদ। হত্যার পর পালিয়ে গেলেও ভোরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
এ ঘটনায় নিহতের স্বজনরা এবং এলাকাবাসী ঘাতক নুর মোহাম্মদের কঠোর শাস্তি দাবি করেছেন। নিহত নূরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ জানান, ঘাতক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।