নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন
নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার

নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।  


শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা, কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  


এছাড়া, স্থানীয় নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।  


বহিষ্কারের এ সিদ্ধান্তে পত্নীতলা উপজেলা বিএনপিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা হিসেবে দেখছেন।