শ্রীমঙ্গলে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৮:৩৩ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড-নির্যাতনের শিকার নেতাকর্মীদের সুষ্ঠু বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ, বদরুজ্জামান রুহেল, মো. শহিদুল ইসলাম নুর, সামাদ খান, সাহাদাত হোসেন আকাশ, শাহীন আহমেদ, জামাল হোসেন, সৌরভ, সাদিক মিয়া, রিয়াদ, রাজু আহমেদ প্রমুখ।


এসময় গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান।