কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে গরীব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৫ ডিসেম্বর) এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠার পর থেকেই কোস্ট গার্ড উপকূলীয় ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীত মৌসুমে শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
লেফটেন্যান্ট কমান্ডার আরও জানান, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে কোস্ট গার্ড উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শীতার্তদের শীতবস্ত্র প্রদান ছাড়াও কোস্ট গার্ড দুর্গম এলাকায় বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম উপকূলীয় অঞ্চলে বসবাসকারী অসহায় মানুষের জন্য এক নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।