দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে বিরামপুর উপজেলার রানীনগর সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের শাহজাহান ভূঁইয়া (৩৪) এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের মাসুম বিল্লাহ (৩৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টস কর্মী এবং তারা ভুটানের একটি গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের পাসপোর্ট না থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।
আটক যুবকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। বিজিবির তৎপরতায় এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে, তবে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন।
বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আরও কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছে।
এই ধরনের অনুপ্রবেশ শুধু আইন ভঙ্গ নয়, বরং ব্যক্তিগত নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।