গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতলো রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৭ই ডিসেম্বর ২০২৪ ১১:১২ পূর্বাহ্ন
গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতলো রংপুর রাইডার্স

টানা দুই ম্যাচে পরাজয়ের ধাক্কা দিয়ে গ্লোবাল সুপার লিগ অভিযান শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় দলটি। জাতীয় দলে সৌম্য সরকার ও রিশাদ হোসেনের ডাক পাওয়ায় ফাইনালে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। কিন্তু সব অনিশ্চয়তা কাটিয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রথম শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা গ্রুপের এই দল।  


শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে তারা ১৭৮ রানের বড় স্কোর গড়ে। জবাবে ১১ বল বাকি থাকতেই ভিক্টোরিয়া গুটিয়ে যায় ১২২ রানে।  


রংপুরের হয়ে বল হাতে আলো ছড়ান হারমীত সিং, যিনি নেন সর্বোচ্চ তিনটি উইকেট। শেখ মাহেদী ও সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। কামরুল হাসান ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।  


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা হয় দুর্দান্ত। সৌম্য সরকার এবং স্টিভেন টেইলরের উদ্বোধনী জুটি এনে দেয় ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি পূর্ণ করেন। ৪৯ বলে ৬৮ রান করে আউট হন টেইলর। এরপর সাইফ হাসান ৬ এবং ম্যাডসেন ১০ রান যোগ করেন।  


শেষ পর্যন্ত সৌম্য সরকারের অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে রংপুর ১৭৮ রানের শক্তিশালী পুঁজি দাঁড় করায়। জবাবে ভিক্টোরিয়ার ব্যাটাররা দাঁড়াতে পারেননি রংপুরের বোলারদের সামনে।  


রংপুর রাইডার্সের এমন সাফল্য শুধু টুর্নামেন্টের প্রথম শিরোপা নয়, দলের আত্মবিশ্বাসের নতুন অধ্যায়ও যোগ করেছে। বাংলাদেশের প্রতিনিধিরা বিদেশের মাটিতে যেভাবে নিজেদের উজ্জ্বল করেছে, তা ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয়।  


ইনিউজ৭১।