ডাসারে ব্যবসায়ীদের সম্মান রক্ষার লড়াই, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন
ডাসারে ব্যবসায়ীদের সম্মান রক্ষার লড়াই, তদন্তের দাবি

মাদারীপুরের ডাসার উপজেলার ফজলগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারগুলো একত্র হয়ে মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে অংশ নেন ভূক্তভোগী ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম মুন্সি, আল আমিন বেপারী, এবং বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সুনামের সঙ্গে ফার্মেসি ও অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি বাজারের ফুটপাতের ব্যবসায়ী জসিম পালয়ানের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় জসিম পালয়ান ফার্মেসি ব্যবসায়ী সিরাজুল ইসলাম মুন্সি ও আল আমিন বেপারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।


ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে করা হয়েছে। সিরাজুল ইসলাম মুন্সি বলেন, “আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবুও হয়রানির জন্য মিথ্যা মামলায় আমাদের জড়ানো হয়েছে। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”


বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা একমত পোষণ করে বলেন, সিরাজুল ইসলাম মুন্সি এবং আল আমিন বেপারী দীর্ঘদিন ধরে ফজলগঞ্জ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সমাজে তাদের মানহানি করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।


বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, “যাদের নামে মামলা করা হয়েছে, তারা সুনামের সঙ্গে ব্যবসা করছেন। এই মামলা মেনে নেওয়া যায় না।”


এদিকে মামলার বাদী জসিম পালয়ান বলেন, “আমার দোকানে চুরি হয়েছে। তবে আমি চুরির ঘটনা ঘটতে দেখিনি। সন্দেহভাজন হিসেবে তাদের বিরুদ্ধে মামলা করেছি।”


ডাসার থানার ওসি মো. মাহমুদ উল হাসান বলেন, “যে কেউ মামলা করতে পারে, আমাদের কাজ হলো মামলা গ্রহণ করা। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করছে এবং সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”