ঢাকায় অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়ার শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’-র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. শাকিল আল মাহমুদ। আগামী এক বছর তাঁরা ফোরামের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন সহ-সভাপতি আনিস মাহমুদ সাকিব (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক তাফহীম, এবং সাংগঠনিক সম্পাদক জিয়া মোহাম্মদ সায়েফ উল্যাহ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকার সভাপতি প্রফেসর ডা. মো. জাহেদুল আলম, এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক মোহাম্মদ তাজিব উদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা একটি ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার স্বপ্ন নিয়ে তরুণ সমাজকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। গ্রিন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “যখন ছাত্ররা শিক্ষকদের চেয়ে এগিয়ে যায়, সেটাই শিক্ষকদের গর্ব।” তিনি গণঅভ্যুত্থানে হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “দেশের সংকটকালীন সময়ে যিনি গণমানুষের কণ্ঠ হয়ে উঠেছিলেন, সেই হান্নান মাসুদ হাতিয়ার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন।”
অনুষ্ঠানের বক্তারা নতুন প্রজন্মের নেতৃত্বে হাতিয়ার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ কাজ করার গুরুত্ব তুলে ধরেন। মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব এবং আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, তরুণরা একত্রিত হয়ে হাতিয়ার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।