নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুলু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিযোগ করেন।
দুলু বলেন, “শেখ হাসিনা সরকার প্রাথমিক, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ অবক্ষয় এনেছে। তার শাসনামলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে। টাকা ছাড়া কেউ চাকরি পায়নি। মেধার ভিত্তিতে নিয়োগ নয়, বরং আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিক্ষক নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে দেশের মেধাবীদের অবমূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্য ও অনৈতিকতার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আগামী দিনে আমরা একটি ন্যায়সংগত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করব।”
দুলু অভিযোগ করেন, “আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। জনগণের মনের কথা তারা বুঝতে পারে না। তারা শুধু নিজেদের স্বার্থে দেশের সম্পদ লুটপাট করেছে।”
তিনি নাটোরের উন্নয়নে নিজের ভূমিকা তুলে ধরে বলেন, “আমার এমপি থাকার সময় প্রাণ কোম্পানিকে নাটোরে কারখানা স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছিলাম। সেই কারখানায় আজ হাজার হাজার ছেলে-মেয়ে কাজ করছে। ভবিষ্যতে সুযোগ পেলে নাটোরে আরও শিল্প কারখানা স্থাপন করব, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা, প্রফেসর মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, এনএস সরকারি কলেজের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।