ইনিউজ৭১-এ সংবাদ ছাপানোর পর উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষি কর্মকর্তার পদক্ষেপের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
ইনিউজ৭১-এ সংবাদ ছাপানোর পর উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষি কর্মকর্তার পদক্ষেপের আশ্বাস

সলংগা উপজেলার জলাবদ্ধতা সমস্যা নিয়ে চলমান দুর্ভোগের মধ্যেও কৃষকদের সংগ্রাম অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে, যার ফলে কৃষকরা উৎপাদন বন্ধ করে বসে থাকলেও সরকারি উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 


এ সমস্যা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দাখিল করলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হওয়ায় স্থানীয় কৃষকরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে, সম্প্রতি নিউজ ৭১ পত্রিকায় এই জলাবদ্ধতা বিষয়ক সংবাদ প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। 


২৮ নভেম্বর, বিকেল ৩ টায় উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা মাহবুব সুমী, রামকৃষ্ণপুর ইউনিয়নের ব্লক সুপার ভাইজার (কৃষি) আরিফ হাসান এবং কৃষি অফিসের অন্যান্য স্টাফদের নিয়ে আগরপুরের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান। এ সময় শতাধিক কৃষক এবং স্থানীয় নারী-পুরুষ তাদের সমস্যার কথা তুলে ধরে কৃষি কর্মকর্তার কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান। 


স্থানীয়রা জানান, এলাকার কিছু স্বার্থপর ব্যক্তি পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্ট ও ব্রীজ বন্ধ করে দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া, পুকুর খননের মাধ্যমে আরও অবস্থা জটিল হয়ে উঠেছে। কৃষি কর্মকর্তা সুবর্ণা মাহবুব সুমী এসব অভিযোগ ধৈর্য সহকারে শুনে এবং প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে বন্ধ ব্রীজ কালভার্ট পরিদর্শন করেন। 


শেষে তিনি জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকরা যাতে তাদের জমিতে আবারও চাষাবাদ শুরু করতে পারেন, সেই লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এ আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় কৃষকরা, তবে তারা দ্রুত কার্যকর পদক্ষেপের দিকে নজর রাখতে চান। 


মোঃ শামছুল হক  

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি  

২৮ নভেম্বর ২০২৪